তিন মাসের বকেয়া বেতন না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি বৈদ্যুতিক কর্মীদের

#রায়গঞ্জ: রায়গঞ্জ গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালে কর্মরত ইলেকট্রিক্যাল স্টাফ ও অপারেটরা দীর্ঘদিন ধরে কাজ করা সত্ত্বেও তাদের প্রাপ্য ৩ মাসের বকেয়া বেতন পাচ্ছে না, মূলত এই দাবি তুলে সকল মেনটেনেন্স কর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন এবং বকেয়া বেতন না দেওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

কর্মীদের সুপারভাইজার নুর ইসলাম বলেন বিগত ৩ মাস থেকে তাদের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না এবং বকেয়া বেতন কবে দেওয়া হবে তারও কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হচ্ছে না। সিনিয়র ইলেকট্রিশিয়ান মুক্তার আলম আজাদ বলেন, ক্রান্তি সার্ভিস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অফিসে বার বার বকেয়া বেতনের কথা বললে পাঁচ থেকে ছয়টা তারিখ দেওয়া সত্ত্বেও তাদের প্রাপ্য বেতন দেওয়া হয়নি। লিফট অপারেটর পাপাই নাগবংশী বলেন প্রাপ্য বেতনের কোনো আশা আমরা দেখছি না, যদি আমাদের এই প্রাপ্য বেতন না দেওয়া হয় তাহলে এই কর্মবিরতি অনির্দিষ্ট কালের জন্য চলতে থাকবে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা