সময় মতো রেশন না পেয়ে দোকানের সামনে ধর্নায় বসলো বাসিন্দারা

#মালবাজার: সময় মতো রেশন না পেয়ে বৃহস্পতিবার বিকেল চারটা থেকে নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার টন্ডুতে রেশন দোকানের সামনে ধর্নায় বসল স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ এই রেশন দোকানটি ‘শুলকাপাড়া নারি সংঘ’ নামের এক স্বনির্ভর গোষ্ঠী চালায়। তারা সময়মত রেশন দেয় না। ফিঙ্গার প্রিন্ট নিয়েও এখনো  রেশন দেয়নি বলে বাসিন্দাদের অভিযোগ।
তারা আরও জানায়, আমরা এই রেশনের উপরেই ভরসা করে থাকি। এমনকি দুই তিনমাসে প্রত্যেকের ৯ কেজি করে রেশন বাকি হয়ে রয়েছে ।আমরা বার বার করে তাদের বলেছি কিন্তু কোন সমস্যা মেটেনি। তাই বাধ্য হয়ে আমরা রেশন দোকানের সামনে ধর্নায় বসলাম। রেশন যতক্ষণ না পাবো ততক্ষণ এই ধর্না চলবে।
এদিকে নারি সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে “এমাসে এখনো আমাদের হাতে রেশন আসেনি। তবে দ্রুতই আমরা তাদের রেশন দেওয়ার ব্যবস্থা করছি”।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও টন্ডু চা বাগান এলাকার মানুষ সময় রেশন না পেয়ে রাস্তায় বিক্ষোভ দেখিয়ে ছিল।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা