যাদবপুর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

#রায়গঞ্জ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং এর কারণে রহস্যজনকভাবে ছাত্র-মৃত্যু এবং তার প্রতিবাদ চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্যের ওপর নির্যাতনের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ পালন করল পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে শুক্রবার দুপুর দুটোয় রায়গঞ্জ ইউনিভার্সিটি মূল ফটকের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ।

এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের এক্সিকিউটিভ মেম্বার পৌলমী দাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংকান্ডে অভিযুক্ত সকল দোষীদের কঠোরতম শাস্তির দাবি করেন। অপরদিকে এই একই ইস্যুতে বিক্ষোভ অবস্থান করেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা। তাদের পক্ষ থেকে শিক্ষাঙ্গনে এ ধরনের অন্যায় বন্ধের ডাক দিয়ে দোষীদের যথাযথ শাস্তির দাবি তোলা হয়।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা