১৪৪ ধারা জারি করে পুলিশি নিরপত্তার মাঝে ডামডিম গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন  

#মালবাজার: গত ১১ আগষ্ট ডামডিম গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে তৃনমুল দুই গোষ্ঠীর ঝামেলার কারনে  স্থগিত হয়ে যায় এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। অবশেষে শুক্রবার ১৪৪ ধারা জারি করে কঠোর নিরপত্তার মাঝে ডামডিম গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হল।  জয়ী হলেন সুশীল প্রসাদ গোষ্ঠী। দীর্ঘ টানাপোড়নের পর আজ ডামডিম গ্রাম পঞ্চায়েতের আবারো বোর্ড গঠন হয় ব্রলা ১২ টা নগাদ।
মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী রাস্তার দু ধারে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে, রয়েছে পুলিশি নজরদারি। উল্লেখ্য গত ১১ তারিখ ডামডিম গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ছিল কিন্তু প্রধান পদ নিয়ে  ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদের গোষ্ঠী ও অঞ্চল সভাপতি নবীন টোপ্পোর গোষ্ঠীর  মধ্যে মতভেদ থাকার দরুন সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ডামডিম গ্রাম পঞ্চায়েতে সেদিন ভোট গঠন হয়নি ডামডিম গ্রাম পঞ্চায়েতের ৩০টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৬ টি এবং বাকি চারটি আসন বিজেপির দখলে।
শুক্রবার বোর্ড গঠনের সময় ২৯ জন উপস্থিত ছিলেন। প্রধান পদ নিয়ে ভোটাভুটি হয়।
ভোটাভুটিতে এদিন তৃনমুল ব্লক সভাপতি সুশিল কুমার প্রসাদ গোষ্ঠী ১৯-১০ আসনে, তৃনমুল কংগ্রেস এর অঞ্চল সভাপতি নবীন টোপ্পোর গোষ্ঠীকে পরাজীত করে।
ব্লক সভাপতি বলেন এদিন ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন, ডামডিম চাবাগানের সুচিত্রা টেটে। উপ প্রধান হয়েছেন তারা শৈব্য। বিশাল জয়ের জন্য মতানৈক্য তৈরি হয়।ওরা চেয়েছিল ডামডিম চা বাগান থেকে প্রধান হোক। সেই মতো জেলার নির্দেশে ডামডিম চাবাগান থেকেই প্রধান করা হয়েছে।
অঞ্চল সভাপতি নবীন টোপ্পো বলেন, আমরা সবাই দলের কর্মী। কিন্তু, সুশীল প্রসাদের মাতব্বরি আমাদের পছন্দ নয়। এদিন  গ্রাম পঞ্চায়েত ৪০০ মিটার জুরে ছিলো ১৪৪ ধারা। মোতায়েন ছিলো  প্রায় ৪০০ পুলিশ কর্মি। বোর্ড গঠনের পর উল্লাসে মেতে ওঠে সুশিল কুমার প্রসাদের লোকজন। প্রধান নির্বাচিত হয়ে সুচিত্রা টেটে বলেন, দলের চাহিদা মতো আমাকে প্রধান করা হয়েছে। দলের নির্দেশ মতো কাজ করব।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা