পাহাড়ি এলাকার চা চাষের প্রচেষ্টা শুরু রায়গঞ্জ সাবডিভিশনের মাটিতে

#কালিয়াগঞ্জ: পাহাড়ি এলাকার চা চাষের প্রচেষ্টা শুরু সমতলের মাটিতে। ঢালু বা উঁচু জমি নয় বরং সমতলে সরকারি দফতরে হচ্ছে চা চাষ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রথম পরীক্ষামূলকভাবে গত দেড় বছর ধরে শুরু হয়েছে পঞ্চায়েত সমিতির চারপাশে চা চাষ। গত দেড় বছর আগে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার ও তৎকালীন বিডিওর প্রচেষ্টায় কৃষক রত্নপ্রাপ্ত কৃষক তারাপ্রসাদের হাত ধরে পঞ্চায়েত সমিতির চারধারে লাগানো হয়েছিল চা চারা গাছগুলো।

যে গাছগুলো এখন যথেষ্ট সতেজ রয়েছে। কৃষক তারাপ্রসাদ জানান, এই চা পাতার গাছগুলোর এক একটির দাম ১০ টাকা। এইরকম ৫০০ টির ও বেশি গাছ পঞ্চায়েত সমিতিতে লাগানো হয়েছে।কৃষক তারাপ্রসাদ জানান, উত্তর দিনাজপুরের ইসলামপুর সাব ডিভিশনে চা পাতা চাষ হয় তবে এই প্রথম রায়গঞ্জ সাবডিভিশনের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই চা পাতা চাষ শুরু করা হয়েছে।

তবে কোনও ব্যক্তিগত উদ্যোগ নয় বরং সরকারি প্রচেষ্টায় এই কাজ করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন পরীক্ষামূলকভাবে পঞ্চায়েত সমিতির চারিধারে চা গাছ লাগানো হয়েছে। যদি এখান থেকে সফল হওয়া যায়, তাহলে আগামী দিনে এই অঞ্চলেও চা চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দেবেন তারা।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা