বিদ্যাভারতী উত্তরবঙ্গের উদ্যোগে গণিত বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হল রায়গঞ্জে

#রায়গঞ্জ: বিদ্যাভারতী উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে আয়োজিত হল গণিত বিজ্ঞান মেলা ২০২৩। শনিবার সকালে সারদা বিদ্যামন্দির বাংলা মাধ্যম বিদ্যালয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ক্ষুদে পড়ুয়াদের মধ্যে গণিত ও বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে উত্তর দিনাজপুর জেলার বিদ্যাভারতী বিদ্যালয়গুলির গণিত বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

বিভিন্ন গণিত ও বিজ্ঞান ভিত্তিক মডেল ক্ষুদেরা নিজ হাতে তৈরি করেছে ও সেই সম্পর্কে সকলকে অবগত করানোর চেষ্টা করেছে। এতে করে পড়ুয়া দের গণিত ভীতি দূর হবে ও বিজ্ঞান সম্পর্কে জানতে পারবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এদিনের কার্যক্রমে সংগঠনের জেলা সম্পাদক কালিচরণ সিংহ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে বিদ্যাভারতী প্রচার বিভাগের দায়িত্ব প্রাপ্ত বিমল দাস আমাদের জানান, ২১ টি বিদ্যালয়ের ৪০০ জন ছাত্রছাত্রী ৩৬ টি মডেল নিয়ে এই গণিত বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা