#মালবাজার: এলাকায় পানীয়জলের সংকট তৈরি হয়ে। কুয়োর জল অমিল অবস্থায়। পিএইচইর পাইপ লাইনে জল বেশি সময় থাকেনা। এতেই মারাত্মক সমস্যায় পড়েছে মালবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনির বাসিন্দারা। পানীয়জলের স্থায়ী ভাবে সমস্যা মোচনের দাবীতে শনিবার সকাল ৯ টা নাগাদ এলাকার বাসিন্দারা গরুবাথান গামী গ্রামীণ সরক আটকে বিক্ষোভ দেখাতে থাকে। এর জেরেই বহু গাড়ি আটকে পড়ে।


উল্লেখ্য, মালবাজার শহরের একেবারে উত্তর ভাগে রয়েছে আদর্শ কলোনি। শহরের জমির ঢাল দক্ষিণ দিকে থাকায় ভৌগোলিক কারণে শুখার মরসুমে এলাকার কুয়োর জল অমিল হ’য়ে ওঠে। একই কারণে পাইপ লাইনের জল দীর্ঘস্থায়ী হয় না। এই সমস্যা দীর্ঘদিনের।


তবে সম্প্রতি ভরা বর্ষায় একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাসিন্দাদের। এতেই ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। ক্ষুব্ধ বাসিন্দাদের কয়েকজন জানায়, “আমাদের ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা গত কয়েকদিন আগে সমস্যা মিটিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাস মতো কিছু কাজ হলেও বাড়ি বাড়ি পানীয়জল পৌছায় নাই। এজন্য আমরা রাস্তায় নেমেছি”।


রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মাল থানার পুলিশ। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। ছুটে আসেন চেয়ারম্যান তথা এলাকার কাউন্সিলর স্বপন সাহা। তিনি দ্রুত পৌরসভার জল বহনকারী ট্যাংক পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ঘন্টা খানেক বাদে অবরোধ উঠে যায়। যান চলাচল স্বাভাবিক হয়। 

পরে স্বপনবাবু বলেন, হ্যাঁ, ওই এলাকায় জলের সমস্যা আছে। আমরা পৌরসভায় এনিয়ে আলোচনা করেছি।আগামী একমাসের মধ্যে ওখানে কাজ শুরু হবে। তারপর থেকে ওই এলাকায় পরিশ্রুত পানীয়জল পেতে মানুষদের অসুবিধা হবেনা। তবে আপৎকালীন সমস্যা মেটাতে জলের ট্যাংক দেওয়া হয়েছে।





Author: News Britant
Post Views: 119