সাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকের ভিতরে পড়ে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

#মালবাজার: সেফটি ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে ট্যাংকের ভিতরে পড়ে গিয়ে মৃত্যু ঘটলো দুই ভাইয়ের। রবিবার সকাল ৯টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর কলোনির গুয়াবাড়ি এলাকায়। মৃতদের নাম আমিনুল ইসলাম (২৭)ও শাহিদ আহমেদ (২০)। পেশায় রাজমিস্ত্রী। তাদের বাড়ি ওই এলাকার ২০/১৪১ পার্টে। সম্পর্কে মৃত দুই যুবক কাকাতো জ্যাঠাতো ভাই। একই বাড়ির বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার সকালে স্থানীয় এক বাড়িতে ওই দুই ভাই সেফটি ট্যাংকের সাটারিং খুলতে যায়। মাস খানেক আগে তারা সাটারিং লাগিয়ে গিয়েছিল। রবিবার সকালে সেফটি ট্যাংকের ঢাকনা খুলে নিচে নামতে গিয়ে বড় ভাই অসাবধানতা বশত নিচে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে ছোট ভাইও নিচে পড়ে যায়।
ট্যাংকের ভিতরে জল ও গ্যাস জমে থাকায় দুই জন আবদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মালবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে যায়। চলে আসে মাল থানার পুলিশ। এরপর পাম্পের সাহায্যে জল বের করে মৃত উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে আসে।
তেশিমলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল তৃনমুল সভাপতি ওয়েরেসুল অম্বিয়া বলেন, খুবই মর্মান্তিক ঘটনা।
দুই ভাই একই বাড়িতে থাকত। আজ সকালে সেফটি ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে ভিতরে পড়ে গিয়ে মারা গেছে। আমরা ওই পরিবারের পাশে আছি।
অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের নেতা পঞ্চায়েত সমিতির সদস্য আরমান আরসাদ খবর পেয়েই ঘটনাস্থলে যান।তিনি বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। একই বাড়ির দুই ভাই মারা গেছে।
পুলিশ ময়নাতদন্তের ব্যবস্থা করছে। আমরা ওদের পরিবারের সাথে আছি। এই ঘটনায় গোটা ৬০ নম্বর কলোনি এলাকা শোকমগ্ন হয়ে পড়ে। এভাবে দুই যুবকের মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করে।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা