#রায়গঞ্জঃ ২০শে আগষ্ট দেশ জুড়ে পালিত হল বিজ্ঞান মনস্কতা দিবস। তারই অঙ্গ হিসেবে রবিবার রাত পর্যন্ত জেলায় নানা ধরনের কর্মসূচি পালন করল জেলা বিজ্ঞান মঞ্চের বিভিন্ন কেন্দ্র। উল্লেখ্য, ২০১৩ সালের ২০ আগস্ট মহারাষ্ট্রের পুণেতে মর্নিং ওয়াকে বেরিয়ে হাতে খুন হয়ে যান মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আন্দোলনের জনপ্রিয় নেতা চিকিৎসক ডাঃ নরেন্দ্র দাভোলকর।
এদিন জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক পার্থ প্রতীম ভদ্র বলেন, তার মৃত্যুর অল্পদিন পরেই মহারাষ্ট্রের বিধানসভায় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও জাদুচিকিৎসা বিরোধী আইন পাস করতে বাধ্য হয় মহারাষ্ট্র সরকার। কিন্তু আজও শাস্তি হয় নি নরেন্দ্র দাভোলকরের খুনিদের। সেই থেকে দেশের শতাধিক বিজ্ঞান ও জনবিজ্ঞান সংগঠন এই দিনটিকে জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস হিসেবে উদযাপন করে এসেছে।
তিনি জানান, এদিন জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে নানারকম কর্মসূচি নেওয়া হয়েছে। রাতে রায়গঞ্জের নটরাজ হোটেল সভাগৃহে নরেন্দ্র দাভোলকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি অঞ্জন মজুমদার, অনিরূদ্ধ সিনহা, কাঞ্ঝিরাম রায়।
চোপড়া মদনগছ মাদ্রাসায় একটি কুসংস্কারবিরোধী অনুষ্ঠানে দুইশতাধিক ছাত্র ছাত্রীর সামনে নরেন্দ্র দাভোলকরের জীবন নিয়ে আলোচনা করা হয়। চাকুলিয়ার উরপি জুনিয়র হাইস্কুলে সাপ নিয়ে সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ ও সাপের কামড়ে করণীয় কাজ নিয়ে একটি স্লাইড শো সহ আলোচনা সভার আয়োজন করা হয়। ডালখোলা ও করণদীঘির ৭ টি স্কুলের ৫০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে আজ জেলার কুলিক অভয়ারণ্যে একটি প্রকৃতি পর্যবেক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
কালিয়াগঞ্জের সরলাসুন্দরী হাইস্কুলে নরেন্দ্র দাভোলকর ও বিজ্ঞানমনস্কতা নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয় এবং বিজ্ঞান অভীক্ষার কৃতিদের পুরস্কার দেওয়া হয়। আগামী মঙ্গলবার ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাইস্কুল ও রায়গঞ্জের গয়ালাল উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে প্রাণের সৃষ্টি ও বিবর্তনবাদ নিয়ে দুটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে, এছাড়াও ডারউইন নিয়ে সহজ ভাষায় একটি পুস্তিকা প্রকাশ করা হবে।
