বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের প্রথম বর্ষীয় রাজ্য সম্মেলন রায়গঞ্জে

#রায়গঞ্জ: বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের প্রথম বর্ষ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে। রায়গঞ্জের বিধান মঞ্চে সোমবার দুপুরে এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। বঙ্গ সংস্কৃতি ও সম্প্রীতি কে অটুট রাখতে রাজ্যের ২১টি জেলার লোকশিল্পী প্রতিনিধিদের নিয়ে প্রথম বর্ষ রাজ্য সম্মেলন আয়োজন করা হয়েছে।

সম্মেলনের উদ্দেশ্য যেমন সকল স্তরের লোকশিল্পীদের একত্রিত হওয়া, তেমনই অপরদিকে আগামী দিনের সাংগঠনিক আলোচনা করাও। এদিনের মঞ্চে রীতিমত দেখা গেল চাঁদের হাট। প্রখ্যাত লোকশিল্পী পরীক্ষিত বালা সহ বিভিন্ন প্রান্তের খ্যাতনামা লোকশিল্পী গণ উপস্থিত ছিলেন এদিন।

এছাড়াও কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, সদ্য নির্বাচিত জেলা সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, জেলা তৃণমূল মহিলা সভাপতি চৈতালি ঘোষ সাহা প্রমুখেরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথা রাজ্য ব্যাপী প্রচুর সংখ্যক বাউল ও লোকশিল্পী বৃন্দ।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা