#রায়গঞ্জ: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, উত্তর দিনাজপুর জেলা শাখার ডাকে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদে ডেপুটেশন কর্মসূচি পালন করা হল। সোমবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে বারো দফা দাবি নিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সচিব দুলাল সরকার এর কাছে ডেপুটেশন প্রদান করে সংগঠনের সদস্যরা।
সম্প্রতি করণদীঘির একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে কিছু পড়ুয়া আহত হয়। বহুদিন আগে নির্মিত বিদ্যালয় গুলি এমনিতেই বেহাল, তাই যে সব বিদ্যালয়ে সংস্কারের প্রয়োজন সেদিকে যেন নজর দেওয়া হয়। এমন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই বিষয়ে নজর দেওয়া অতি প্রয়োজনীয়।
এছাড়াও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বকেয়া টাকা প্রদান, বিদ্যালয়গুলিতে হাইজিন কিট সরবরাহ, প্রাথমিক বিদ্যালয়ে গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রভৃতি দাবি সহযোগে প্রতিটি চক্রের শিক্ষক শিক্ষিকারা সম্মিলিত ভাবে এদিন ডেপুটেশন প্রদান করে।
