পুরোনো নোটের বিনিময়ে লক্ষ টাকার অফার বিঞ্জাপন দিয়ে প্রতারণা চক্রের থাবা ডুয়ার্সে

#মালবাজার: প্রতারণা চক্রের কাজ মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করা। পুলিশ প্রশাসন যতই তৎপর হোক না কেন? এই অসাধু চক্র নানান ফন্দী খাটিয়ে মানুষকে ঠকাবে। সোশ্যাল মিডিয়ায় যুগে এই প্রতারণা চক্র নিত্যনতুন উপায়ে মানুষকে ঠকিয়ে চলছে। সম্প্রতি শুরু হয়েছে পুরানো নোট কিম্বা পয়সার বিনিময়ে লক্ষাধিক টাকার অফার এই বিঞ্জাপন দিয়ে মানুষকে প্রতারনা করা।
মাঝেমধ্যে ফেসবুকে দেখা যায় “পুরানো পাঁচ টাকার বিনিময়ে ৫-৬ লক্ষ টাকা পান” বিঞ্জাপন। এরকম এক বিঞ্জাপনের ফাঁদে পড়ে ইতিমধ্যে প্রায় ৪৫ হাজার টাকা খুইয়ে বসেছেন ডুয়ার্সের ডামডিম চাবাগানের গীতা তেলেগু নামের এক মহিলা চা শ্রমিক। প্রতারণা চক্র আরও ৩২ হাজার টাকা দাবি করায় ওই মহিলা বুঝতে পারেন যে তিনি প্রতারণা চক্রের পাল্লায় পড়েছেন এবং মাল থানার মাধ্যমে জলপাইগুড়ি সাইবার সেলে লিখিত অভিযোগ করেছেন।
এই বিষয়ে গীতা তেলেগু জানান, গত ২০ জুলাই ফেসবুকে এক বিঞ্জপ্তিতে দেখতে পাই যে পুরানো হালচাষ ছাপের পাঁচ টাকার বিনিময়ে ৬ লক্ষ টাকা দেওয়া হবে। একটি ফোন দেওয়া ছিল। ফেসবুকের বিঞ্জাপন সেজন্য আমি সেই ফোন নম্বরে ফোন করি। সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার ছবি পাঠাতে বলে।
আমি সেই মতো ছবিটা পাঠাই। এরপর আমাকে ফোনে জানায় যে আমার নোটের বিনিময়ে ৬ লক্ষ টাকা দেওয়া হবে তবে নাম রেজিষ্ট্রেশন করতে ৭৫০ টাকা পাঠাতে হবে। আমি সেই মতো টাকা পাঠাই। তারপর বিভিন্ন সময়ে ট্যাক্স ও ক্যারিয়ার চার্জ দাবি করে প্রায় ৪৫ টাকা নেয়। সর্বশেষ আরও ৩২ হাজার টাকা দাবি করে। আমি অসামর্থ্যতার কথা জানালে ফোনে  আমাকে নানান ভাবে হুমকি ধমক দিতে শুরু করে।পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হবে বলে হুমকি দেয়। আমি বুঝতে পারি আমি প্রতারণা চক্রের ফাঁদে পড়েছি। বাধ্য হয়ে মাল থানা অভিযোগ করি।
জলপাইগুড়ি সাইবার সেলে গিয়ে নথিপত্র দিয়ে এসেছি। সেখানে আরও কিছু চেয়েছে তা আমি জোগাড় করে দিয়ে আসবো”। এনিয়ে খোজখবর করতে গিয়ে জানাগেছে, ডুয়ার্সের বিভিন্ন চাবাগানের বেশ কিছু মানুষ ইতিমধ্যে এধরণের প্রতারণার শিকার হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা