#মালবাজার: মঙ্ গলবার সাতসকালে ডুয়ার্সের লাটাগুড়ি এলাকার বিচাভাঙা ফরেস্ট বস্তি সংলগ্ন নির্মীয়মাণ ফ্লাই ওভার থেকে বাইক সহ পড়ে গিয়ে মৃত্যু হয় ১ যুবক ও ১ যুবতীর। আহত হয় বাইকে থাকা অপর যুবক। মেটেলি থানার পুলিশ দুই মৃতদেহ উদ্ধার করেছে। আহত যুবককে চিকিৎসার জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি জলপাইগুড়ি শহর পাহাড়পুর এলাকায় বলে জানাগেছে।


স্থানীয় সুত্রে জানাগেছে, এদিন সকাল ৬টা নাগাদ একটি বাইকে করে এক যুবতী সহ দুই যুবক লাটাগুড়ি থেকে চালসা অভিমুখে যাচ্ছিল।ভুল করে নির্মায়মান ফ্লাইওভারে উঠে পড়ে।রেললাইন ক্রসিং এলাকায় ফ্লাইওভারের অংশ ফাঁকা থাকায় সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে নিচে পড়ে যায়।
স্থানীয় লোকজন ওই সাতসকালে দেখতে পায় একটি বাইক সহ তিন জন রেললাইনের উপর পড়ে আছে।


তারা দ্রুত মেটেলি থানা ও ক্রান্তি থানায় খবর দেয়। পুলিশ এসে তিনজনের দেহ উদ্ধার করে মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার দুই জনকে মৃত বলে ঘোষণা করে। অন্য জনকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তর করে। স্থানীয় বাসিন্দা আকবর আলি জানান,কিভাবে দুর্ঘটনা ঘটেছে জানিনা।সকালে দেখতে পাই তিনজন পড়ে আছে। একজন তখনও হাতপা নাড়ছিল। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দেহগুলি উদ্ধার করে নিয়ে গেছে। মনে হয় উপর থেকে পড়ে গিয়ে মারা গেছে।


স্থানীয়দের অভিযোগ, “ফ্লাইওভারে ওঠার মুখে কোন নো -এন্ট্রি বোর্ড না থাকায় ভুল করে ফ্লাই ওভারে উঠে পড়ে। ক্রসিংয়ে সম্ভবত সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়”। পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে এবং কিভাবে দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে।





Author: News Britant
Post Views: 160