জমে উঠেছে এক্সপো মেলা, আগামী ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হল সময়সীমা

#রায়গঞ্জ: জমে উঠেছে রায়গঞ্জ এক্সপো মেলা। রায়গঞ্জ তথা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের কাছে এক আবেগ এই এক্সপো মেলা, যার জন্য বছরভর অপেক্ষা করে রায়গঞ্জের মানুষ। খাওয়া-দাওয়া আড্ডা,কেনাকাটা, ঘোরা সবমিলিয়ে আট থেকে আশি সব বয়সের ভিড় লক্ষ্য করা যাচ্ছে মেলায়। তীব্র গরম বা বৃষ্টি মেলার আনন্দ কিছুটা নষ্ট করলেও মেলা নিয়ে মানুষের আবেগ কিন্তু কিছুতেই দমবার নয়।

যেমনটা ধরা পরল মেলায় ঘুরতে আসা তরুণ তরুণীদের কলরবে। আবার ষাটোর্ধ সুস্মিতা লাহিড়ী জানালেন ছোটদের মতো তারাও তাদের মতো করে মেলা উপভোগ করছেন। তবে মেলা শুধু উপভোগ করার জায়গা নয়, উপার্জনেরও জায়গা বটে। বহু যুবক-যুবতী, সাধারণ মানুষ কিছুটা হলেও মেলার মাধ্যমে কর্মসংস্থানের দিশা পায়। সেরকমই মেলায় না ঘোরার আক্ষেপ কিছুটা হলেও ধরা পরল শ্রাবণী দাসের গলায়।

উচ্চ মাধ্যমিক পাশ এই তরুণী জানায়, সামনে পুজো তাই হাতখরচ জোগাড়ের জন্য মেলায় সাড়ে চারটে থেকে সাড়ে দশটা পর্যন্ত কাজ করছে সে। এর জন্য মেলায় ঘোরা হচ্ছে না। রায়গঞ্জ এক্সপো মেলার কর্ণধার অভিষেক চক্রবর্তী রায়গঞ্জবাসীকে এ ধরনের উপভোগ্য একটি মেলা উপহার দিতে পেরে স্বভাবতই খুশি। জানালেন আগামী ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত চলবে মেলা।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা