মেঘলা আকাশ আর ভারী বৃষ্টিতে ভাসবে এই সপ্তাহ

#নিউজ ডেস্কঃ আগামী ২৩ থেকে ২৭শে অগাস্ট সমগ্র উত্তরবঙ্গের আকাশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। সাথে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এদিন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌশম সেবা কেন্দ্রের নোডাল অফিসার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় এক বার্তায় জানান, কোচবিহারে আগামী ২৩ থেকে ২৫শে অগাস্ট ভারী বৃষ্টি, এবং ২৬ ও ২৭শে অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

আলিপুরদুয়ারে আগামী ২৩ থেকে ২৫শে অগাস্ট ভারী বৃষ্টি, ২৬শে অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ২৭শে অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে আগামী ২৩, ২৬ ও ২৭শে অগাস্ট মাঝারি বৃষ্টি, এবং ২৪ ও ২৫শে অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়িতে আগামী ২৩ থেকে ২৫শে অগাস্ট ভারী বৃষ্টি, এবং ২৬ ও ২৭শে অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

এই সময়ে জমির জল নিকাশি বাবস্থা ভালো কর। ধানের রোপণ শেষ করুন। বৃষ্টির দিনগুলিতে জমিতে সার প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হছে। বজ্র বিদ্যুৎ এর সময় ঝড় এর সম্ভাবনা আছে। তাই বজ্র বিদ্যুৎ এর সময় সুরক্ষিত স্থানে আশ্রয় নিন। গাছ বা ইলেক্ট্রিক এর খুঁটির নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হছে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা