খাঁচা পাতার দুই ঘন্টার মধ্যে ছাগল খেতে গিয়ে ধরা পড়লো এক চিতাবাঘ

#মালবাজার: বিকাল ৪ টা নাগাদ চিতাবাঘ ধরতে খাঁচা পেতেছিল বন কর্মীরা। দু ঘন্টা পার হতে না হতেই সেই পাতা খাঁচায় ধরা পড়লো এক অপ্রাপ্তবয়স্ক চিতাবাঘ। সোমবার সন্ধ্যা ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের গরুমারা বনাঞ্চল লাগোয়া ধুপঝোড়া পর্যটন কেন্দ্রের ভবেশ্বর পাড়ায়। জানাগেছে, গরুমারা বনাঞ্চল লাগোয়া ভবেশ্বর পাড়ায় বেশ কয়েকটি ছোট চাবাগান রয়েছে। ওই এলাকায় চিতাবাঘের উপদ্রব মাঝেমধ্যে হয়ে থাকে।
এই কারণে মানুষের দাবিকে মান্যতা দিয়ে বনদপ্তর সোমবার বিকালে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে।সেই পাতা খাঁচায় সন্ধ্যা ৬টা নাগাদ ছাগল খেতে ঢুকে ধরা পড়লো চিতাবাঘ। বনদপ্তর সুত্রে জানাগেছে, সাধারণত খাঁচা পাতার পরে বেশ কিছুদিন পর্যবেক্ষণ চালাতে হয়। এক্ষেত্রে ঘন্টা দুয়েক বাদেই ধরা পড়েছে। ধৃত চিতাবাঘটি সুস্থ থাকায় আবার গরুমারা বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা