দুর্গাপুজো উপলক্ষ্যে প্রশাসনিক বৈঠকে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার অনুদানের ঘোষণা

#রায়গঞ্জ: কার্যত শারদীয়া দূর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। আজ মঙ্গলবার রাজ্যের সমস্ত ছোট বড় পুজোকমিটি গুলিকে নিয়ে এক প্রশাসনিক সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মাধ্যমে সমস্ত জেলা ও ব্লক স্তরে এই বৈঠকে যোগদান করেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পুজো উদ্যোক্তারা।

রায়গঞ্জেও জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা সমাহর্তা অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার মহ: সানা আখতার , জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল, কানাইয়া লাল আগরওয়ালা, সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা।

অন্যদিকে রায়গঞ্জ বিধান মঞ্চে আয়োজিত অপর একটি বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ মন্ডল, রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন প্রমূখ। মুখ্যমন্ত্রী সভা থেকে প্রতিটি পূজা কমিটি গুলিকে ৭০ হাজার টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন। সেই সঙ্গে বৈদ্যুতিক বিলের এক চতুর্থাংশ ও সমস্ত রকম নিঃশুল্ক সরকারি পরিষেবা প্রদানের ঘোষণা করেন।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা