রাজবংশী সমাজের পক্ষ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা

#রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সদ্য নিযুক্ত উপাচার্য ড: দীপক কুমার রায়কে সংবর্ধনা প্রদান করা হল রাজবংশী সমাজের পক্ষ থেকে। উল্লেখ্য মঙ্গলবারই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করেছেন বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড: দীপক কুমার রায়। ঠিক তার পরদিন বুধবার রাজবংশী সমাজের সদস্যরা বাংলা বিভাগের সামনে থেকে মিছিল করে উপাচার্যের করণে উপস্থিত হন।

এরপর তারা তাদের সম্প্রদায়ের রীতি মেনে হলুদ গামছা, পান, সুপারি সহযোগে সংবর্ধনা প্রদান করেন। ছাত্রছাত্রী সহ দলমত নির্বিশেষে সকল স্তরের রাজবংশী মানুষেরা উপস্থিত ছিলেন এদিন। রাজবংশী সমাজ এমনিতেই পিছিয়ে পড়া সেখানে সেই সমাজেরই একজন এতবড় দায়িত্ব পাওয়ায় স্বভাবতই তারা খুশি বলে জানালেন পশ্চিমবঙ্গ রাজবংশী ডেভলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের সদস্য মোহনলাল সিংহ।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা