#নিউজ বৃত্তান্ত: ইতিহাস গরলো ভারত। ১৩০ কোটি ভারতবাসীর প্রার্থনা সফল করে চাঁদের মাটি পা রাখলো ভারতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। পূর্ব নির্ধারিত ভারতীয় সময় সন্ধ্যা ৬:০২ চাঁদের দক্ষিন মেরুতে সফল ভাবে অবতরণ করলো ল্যান্ডার বিক্রম। মূহুর্তে উৎসবে ঢেউ ছঁুয়ে গেল ১৩০ কোটি ভারতবাসীর হৃদয়ে। দক্ষিন আফ্রিকা সফরে থাকার কারনে ভিডিও কনফারেন্সএ ইসরোর বিজ্ঞানীসহ গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি জানান, সমস্ত ভারতবাসীর সাথে চন্দ্রযান ৩ এর সাফল্য কামনার পাশাপাশি এই মিশন নিয়ে তাঁর চিন্তার কথা জানান। অবশেষে পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিন মেরুতে বিক্রমের সফল অবতরণ গোটা পৃথিবীকে আরও নতুন দিশা দেখাবে বলে জানান তিনি।

Author: News Britant
Post Views: 219