#রায়গঞ্জ: বুধবার দিনভর আমজনতা অপেক্ষা করেছে কতক্ষণে চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান ৩। ঐতিহাসিক সন্ধিক্ষণের আগমূহুর্তে চন্দ্রযান৩ এর সফল অবতরণের কামনায় রায়গঞ্জের খলসি এলাকায় অবস্থিত জাগ্রত কালী মায়ের মন্দিরে পুজোঅর্চনা করলেন পুরোহিত ও ভক্তরা।তান্ত্রিক মতে এদিন পুজো করার পাশাপাশি যজ্ঞ করা হয় মন্দিরে।
চন্দ্রযান ৩ এর চাঁদে অবতরণের আগ মহূর্তে বিজ্ঞান এবং বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। চাঁদে সুরক্ষিত ভাবে যাতে চন্দ্রযান৩ পা ফেলতে পারে তাঁর জন্যই এই পুজো অর্চনা বলে জানান পুরোহিত বিশ্বজিৎ লাহিড়ী। অন্যদিকে যে তান্ত্রিকের বাড়িতে এই পুজো করা হচ্ছে সেই তান্ত্রিকও মনপ্রাণে প্রার্থনা করেছেন চাঁদে সফল ভাবে পা রাখবে চন্দ্রযান৩। সেই কারনেই এদিন এই পুজো অর্চনার ব্যবস্থা বলে জানালেন পুরোহিত ও ভক্তরা।

Author: News Britant
Post Views: 147