ক্রেতাসুরক্ষা সচেতনতার বার্তা দিয়ে আন্ত:বিদ্যালয় প্রতিযোগিতা রায়গঞ্জে

#রায়গঞ্জ: ডিরেক্টরেট অফ কনজিউমারস অ্যাফেয়ারস এন্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস উত্তর দিনাজপুর শাখার উদ্যোগে জেলাস্তরীয় আন্তঃ বিদ্যালয় প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হলো বুধবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে। বিভিন্ন বিষয় যেমন কুইজ, প্রবন্ধ, শ্লোগান লিখনের উপর আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ৩০ টি বিদ্যালযের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।

সফল প্রতিযোগীরা রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং আগামী ২৪শে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবসে তাদের পুরস্কৃত করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনজিউমার ওয়েলফেয়ার অফিসার সুপ্রতীক সোম, রাজু মুখার্জি, পায়েল দত্ত, অসীম মন্ডল প্রমূখেরা।

জেলার কনজিউমার ওয়েলফেয়ার অফিসার সুপ্রতীক সোম এবিষয়ে জানান, শুধু বড়দেরই নয়, ছোটদেরও ক্রেতা সুরক্ষা বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা