#রায়গঞ্জ: সরকারি নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়গুলিতে চলছে পঠন উৎসব। বুধবার ছিল তার শেষ দিন। তবে বরাবরের মতই এবারেও এই উদ্যোগে ভিন্ন মাত্রা যোগ করেছে রায়গঞ্জ চক্রের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়। পঠন সক্ষমতা তথা বাংলা ও ইংরেজি পড়তে পারার পাশাপাশি ভাষাগুলোকে শিশুমনে আরো সহজ করে তোলার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল নাটকের।
বাংলা ও ইংরেজী নাটকের মাধ্যমে ক্ষুদেরা যেমন আনন্দ লাভ করে তেমনই এই ভাষা গুলো তাদের কাছে সহজতর হয়ে ওঠে। এছাড়াও এই পঠন উৎসবে পড়ুয়াদের হাতে তৈরি মডেলগুলি নজর কেড়েছে সকলেরই। তবে যখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সমস্ত ভারতবাসী ইসরো এর পক্ষ থেকে চন্দ্রযান ৩ এর মাধ্যমে চন্দ্রাভিযান করতে চলেছে, তখন মডেলেও তারই ছবি ফুটিয়ে তুলেছে খুদে পড়ুয়ারা।
নাটক, প্রদর্শনী, মডেল প্রদর্শন ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সকলের জন্য উদ্বোধন করা হয় বিশুদ্ধ পানীয় জলের মেশিন। ফিতে কেটে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি তথা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সচিব দুলাল সরকার। উদ্বোধন করার পাশাপাশি তিনি সেই জল পানও করেন। আগামীতে এই বিদ্যালয়ের মতই জেলার সমস্ত বিদ্যালয়গুলির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি।
