

#মালবাজার: জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো মহিলা ফুটবল প্রতিযোগিতা। মাল ব্লকের ওদলাবাড়ি বিধান পল্লী ফুটবল মাঠে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মহিলা ফুটবল প্রতিযোগিতা। মাল এবং ক্রান্তি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মহিলা ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।


মঙ্গলবার বিকেলে ওদলাবাড়ি বিধান পল্লী ফুটবল ময়দানে পরস্পর মুখোমুখি হয় রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের ফুটবল দল এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফুটবল দল। নির্ধারিত সময়ে গোল শুন্য ছিলো খেলার ফলাফল। অবশেষে খেলা গড়ায় ট্রাইবেকারে।


ট্রাইবেকারে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের মহিলা ফুটবল দল ২-১ গোলে পরাজিত করে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিলা ফুটবল দলকে। আগামি ৩১ তারিখে হবে ফাইনাল খেলা। চাম্পিয়ান এবং রানার্সআপ দলকে ট্রাফি এবং আর্ধিক পুরস্কার দেওয়া হবে। এদিন মহিলা ফুটবল খেলা দেখতে বহু মানুষ এসেছিলো বিধান পল্লী ফুটবল মাঠে।







Author: News Britant
Post Views: 124