চন্দ্রায়ন-৩ সফলতায় সবধর্মের মানুষদের নিয়ে মিষ্টি মুখ করালো লায়ন্স ক্লাব

#মালবাজার: চন্দ্রায়ন-৩ য়ের সফল অবতরনের খুশিতে মালবাজার শহরের বাজার রোড এলাকার সাধারণ মানুষ দের লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করালো লায়ন্স ক্লাব মাল টাউন। সঙ্গে ছিলেন মাল থানার ট্রাফিক ওসি দেবজ্যোতি ঘোষ, মসজিদের ঈমাম, খ্রিস্টান ধর্মের পাস্টার সহ অন্যান্যরা। বুধবার সন্ধ্যায় চন্দ্রযান বিক্রম অত্যন্ত সফল ভাবে চাঁদের মাটি স্পর্শ করে।
চন্দ্র অভিযানে এ এক নতুন অধ্যায়। বুধবার সকাল থেকে চন্দ্রযান বিক্রমকে নিয়ে দেশের আপামর মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। ইসরোর বিঞ্জানীদের সঙ্গে গোটা দেশের মানুষের চোখ ছিল টিভির দিকে। মন্দির, মসজিদ ও চার্চ সহ সর্বত্র চলেছিল প্রার্থনা। সন্ধ্যায় সফল অবতরনের পর গোটা দেশের মানুষ উচ্ছাসে মেতে ওঠে। সেই খুশিতে লায়ন্স ক্লাব অফ মাল টাউনের তরফে সাধারণ মানুষের মাঝে লাড্ডু বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাবের কার্যকর্তা বিশ্বনাথ পোদ্দার বলেন, এটা দেশবাসীর কাছে এক গৌরবের খবর। আজ এক সফলতা দিন।সেই খুশিতে মানুষের কাছে মিষ্টি পৌঁছে দেওয়া হলো। ট্রাফিক ওসি দেবজ্যোতি ঘোষ চন্দ্রায়নের গোটা বিষয় মানুষের কাছে বর্ননা করে বলেন, সফল হলো মানুষের মধ্যে খশির উচ্ছ্বাস তো হবে। সেই খুশিতে মিষ্টি মুখ।এভাবেই বারবার সফল হোক আমাদের দেশ।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা