

#মালবাজার: শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগড়ায় স্কুলের ছাত্রী খুনের ঘটনায় জনতার ক্ষোভ চরমে উঠছে মালবাজার মহকুমা জুড়ে। হত্যাকাণ্ডে অভিযুক্ত মহ: আব্বাসের ফাঁসি চাই এই স্লোগান দিয়ে মাল ব্লকের বিভিন্ন জায়গায় গতকাল রাতে হলো মিছিল এবং বিক্ষোভ। বুধবার রাতে মাল ব্লকের ওদলাবাড়ী বীর বিরসা মুন্ডা মুর্তির পাদদেশে, বিজেপির পক্ষ থেকে এক শ্রদ্ধা সভার আয়োজন করা হয়।


বিজেপি নেতা ও সমর্থকরা নিহত ছাত্রের ছবিতে ফুল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে আত্মার শান্তি কামনা করেন। বিজেপি মাল সদর উত্তর মণ্ডলের সভাপতি প্রদীপ তিরকি অভিযোগ করেন, বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও রাজ্যের বোন-মেয়েরা নিরাপদ নয়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। নির্বিকার এই সরকার। সমাজে এমন জঘন্য অপরাধের স্থান নেই। আমাদের দাবি আসামিদের ফাঁসি হোক।









Author: News Britant
Post Views: 118