বিপর্যয় মোকাবিলা নিয়ে স্কুলপড়ুয়াদের মধ্যে একদিনের প্রশিক্ষণ শিবির

#মালবাজার: ভূ-কম্পন, ভূমিধস, বন্যা পথ দুর্ঘটনা সহ নানান বিপর্যয় ডুয়ার্সে মাঝেমধ্যে হয়ে থাকে। কিভাবে এইসব বিপর্যয়ের মোকাবিলা করতে হয়। আপৎকালীন পরিস্থিতিতে কি কি করা উচিত। এইসব বিষয় নিয়ে বৃহস্পতিবার ওদলাবাড়ি আদর্শ হিন্দি হাই স্কুলে এনডিআরএফ ২ ব্যাটেলিয়ন (কলকাতা) পক্ষ থেকে একদিনের এক প্রশিক্ষণ শিবির করা হয়।
এনডিআরএফের জওয়ানরা হাতেকলমে স্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন। ক্লাস চলা কালীন ভু-কম্পন হলে কিভাবে বেরিয়ে আসতে হবে। কোথায় কি করতে হবে তা করে দেখান। এনডিআরএফের ইনেস্পেক্টার অভয় সিং বলেন, এখানে স্কুলের পড়ুয়াদের যা কিছু করে দেখানো হচ্ছে কিম্বা শিক্ষা দেওয়া হলো তা আপৎকালীন পরিস্থিতিতে তাদের কাজে লাগবে।
স্কুলের শিক্ষিকা এবং সমাজকর্মী  রীনা সিং বলেন, আমাদের এই স্কুলের বেশিরভাগ পড়ুয়া আশেপাশের চা বাগান থেকে আসে। যাতায়াতের রাস্তায় বিপর্যয় ঘটতে পারে। এই শিক্ষা সেসময় তাদের কাজে লাগবে। পাশাপাশি তারা অন্যদের শেখাতে পারবে।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ, ভৌমিক। তিনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশে ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই শিবির করা হয়।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা