বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন নিয়ে নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ড: দীপক কুমার রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়। সৌজন্য সাক্ষাতে নতুন ভাইস চ্যান্সেলর এর কাছে আবেদন জানানো হয় রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের গর্ব রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিতকরণের।

এদিনের সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, ছাত্রছাত্রীদের পঠনপাঠন সহ নিরাপত্তার ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটি থেকে অনেক ভালো পরিস্থিতিতে রায়গঞ্জ ইউনিভার্সিটি থাকলেও তাকে আরো উন্নত করার কথা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। কারণ সামান্য উদাসীনতার কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে বর্তমান রাজ্য সরকারের ভাবমূর্তির দিকে প্রশ্ন উঠে যাবে।

এছাড়াও চাকুরীরত শিক্ষক-শিক্ষিকাদের জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনস্হ যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ছিল তা দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। ফলে শিক্ষক-শিক্ষিকা সহ প্রচুর চাকুরীজীবীরা মাঝ রাস্তায় পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধায় পরছেন। সেই গ্রাজুয়েশন ও এম এ ডিপ্লোমা কোর্স পুনরায় চালু করবার জন্য আবেদন জানানো হয়। তাছাড়াও সংগঠনের পক্ষ থেকে পাস কোর্সে বেশি ভর্তি সহ ছেলে ও মেয়েদের স্বনির্ভর করার বিভিন্ন কোর্স চালুর ও আবেদন জানানো হয়।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা