

#মালবাজার: ছিঁড়ে গেল কাফলিং শিলিগুড়ি জংশন ও গুলমা স্টেশনের মাঝখানে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ভিস্টাডম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। জানাগেছে, শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশনের দিকে রওনা দিয়েছিল টুরিস্ট স্পেশাল ট্রেন ভিস্তাডম। শিলিগুড়ি রেল জংশন থেকে যাওয়ার সময় খানিকটা দূরে ১৪/৬ রেলওয়ে পিলারের কাছে ইঞ্জিন ও বগির মাঝে থাকা কাফলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ইঞ্জিন।


দাড়িয়ে পড়ে ট্রেন। দুর্ঘটনাটি ঘটে সকাল ৮.৫০ নাগাদ। আধ ঘন্টা বাদে কাফলিং মেরামতির পর ফের গন্তব্যের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। আচমকাই দূরন্ত গতিতে চলতে থাকা ট্রেনটি থমকে যাওয়ায় চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।অনেকে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে। ঘটনায় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে ফের বড় প্রশ্ন উঠেছে। ভিস্তাডমের মতো গুরুত্বপূর্ণ ট্রেনের এই ঘটনা যাত্রী নিরপত্তা নিয়ে রেলকে আরও নজর দিতে হবে বলে অনেকে দাবি করেন।









Author: News Britant
Post Views: 227