#রায়গঞ্জ: জলের নীচে রায়গঞ্জ ব্লকের মহারাজা স্বাস্থ্যকেন্দ্র। বেহাল স্বাস্থ্যকেন্দ্রে আসতে রোগীদের পেরোতে হচ্ছে জল। জল ঢুকে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রের বহিঃ বিভাগ, ওষুধ প্রদান বিভাগ ও কম্পিউটারের ঘরে।যার জেরে চরম সমস্যায় রোগী থেকে চিকিৎসকরা। গতকাল থেকে ভারি বৃষ্টির জেরে জলের নীচে রায়গঞ্জ ব্লকের মহারাজা ব্লক স্বাস্থ্যকেন্দ্র।
জল ঢুকে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রের বহিঃ বিভাগে। আর যার জেরে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। তবুও যারা স্বাস্থ্যকেন্দ্রে আসছেন তাদের জল পেরিয়ে আসতে হচ্ছে। চিকিৎসকদেরও পরিষেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছে। শুধু বহিঃ বিভাগে জলের থইথই অবস্থা তা নয়, জল ঢুকে পড়েছে স্বাস্থ্য কেন্দ্রের ডেটাএন্ট্রির ঘরে, ওষুধ প্রদান ঘরে।
তবে এই সমস্যা দীর্ঘদিনের। জল নিকাশের জন্য যে ব্যবস্থা স্বাস্থ্যকেন্দ্রে থাকা উচিৎ সেই ব্যবস্থা এই স্বাস্থ্য কেন্দ্রে নেই, প্রশাসনকে এই সমস্যার কথা বহুবার জানালেও আদতে কোনো লাভ হয়নি বলে জানান রোগী থেকে স্থানীয় বাসিন্দারা।
