পায়ে হেঁটে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রায় রায়গঞ্জের তরুণ

#রায়গঞ্জ: প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে পায়ে হেঁটে কেদারনাথ এর উদ্দেশ্যে রওনা হলেন রায়গঞ্জের তরুণ রাজকুমার মাহাতো। শুক্রবার সকালে রায়গঞ্জের সুদর্শনপুর থেকে পায়ে হেঁটে রওনা দেয় সে। সামনেই রাখি পূর্ণিমা, কিন্তু ভাই থাকবে না, সে জন্য এদিনই দিদি রাজকুমারের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে তার যাত্রার সফলতা কামনা করেন।

স্থানীয় মুক্তির কান্ডারী নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও তাকে উৎসাহ দিতে হাজির ছিলেন। নিছকই শখে পায়ে হেঁটে ছোট ছোট জায়গা থেকে ইতিমধ্যে কলকাতাসহ অন্যান্য তীর্থ ধাম যাত্রা করেছে সে। এবারে লক্ষ্য কেদারনাথ ধাম, উদ্দেশ্য রক্তসংকট মেটানো। স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসুন এই বার্তা নিয়ে এদিন রায়গঞ্জ থেকে পথ চলা শুরু করে রাজকুমার।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা