#হেমতাবাদ: এসএসকেএম এ নার্সিং ছাত্রীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হেমতাবাদে এক নার্সিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ছাত্রীর নাম সায়নী সরকার। এদিন শোবার ঘর থেকে নার্সিং পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কশবা মাহাশো এলাকায়। মৃত ওই ছাত্রী ব্যাঙ্গালোর এ এক বেসরকারি নার্সিং কলেজে পড়াশোনা করতো, একমাস হলো বাড়িতে এসেছে।
বৃহস্পতিবার রাত্রি এগারোটা নাগাদ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শুক্রবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। তবে কি কারণে আত্মঘাতী হল ওই ছাত্রী তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Author: News Britant
Post Views: 506