হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিয়ে সততার নজির স্থাপন টোটোচালকের

#রায়গঞ্জ: স্বার্থের পৃথিবীতে রোজ যেখানে আমরা একাধিক অমানবিকতার খবর পাই, সেখানে কিছু ব্যক্তিস্বার্থহীন মন ভালো করা খবর আমাদের আজও যথেষ্ট নাড়া দিয়ে যায়। এরকমই একটি ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ হল শুক্রবার। রায়গঞ্জের কুমারডাঙ্গির বাসিন্দা মুন্না আলী পেশায় টোটো চালক। শুক্রবার সকালে তার টোটোয় ওঠেন রায়গঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবকুমার মুখার্জি।

বৃষ্টি বিঘ্নিত সকালে তাড়াহুড়োয় তিনি তার ছেলের দেওয়া দামি মোবাইলটি টোটোয় ফেলে অফিসে নেমে যান। পরে যখন বুঝতে পারেন অফিসের তথ্যসম্বলিত গুরুত্বপূর্ণ মোবাইলটি তিনি হারিয়ে ফেলেছেন হতাশা গ্রাস করে তাকে। কিন্তু টোটো চালক মুন্না আলী তার টোটোয় ওই মোবাইলটি পড়ে থাকতে দেখে, নিজে এসে দেবকুমার বাবুকে মোবাইলটি ফেরত দিয়ে যান।

হেন ঘটনায় আপ্লুত দেব কুমার বাবু তাকে আর্থিক পুরস্কার দিতে চাইলেও, টোটো চালক তা ফিরিয়ে দেয়। তার কথায় “আমার তো একটা মোবাইল আছেই, আর একটা দিয়ে কি করব”। দেবকুমার বাবু বলেন, এ ধরনের কাজ মানবতার জন্য দৃষ্টান্তমূলক।
মুন্না আলীর মত নিঃস্বার্থ মানুষদের স্যালুট জানিয়ে বলতেই হয়, বেঁচে থাকুক মানবতা বাঁচুক পৃথিবী।

.

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা