

#মালবাজার: শুক্রবার সকাল ৯টা নাগাদ ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার দক্ষিণ ছাড়টন্ডু বস্তির কাছে সকালে ঘাঠিয়া নদীতে ভেসে আসা এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করল নাগরাকাটা থানার পুলিস। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


জানাগেছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা যখন নিজেদের গরু গুলোকে, নদী পার করাতে যাচ্ছিলো। সেই সময় নদীর অল্প জলের মধ্যে ঐ মহিলার দেহ পড়ে থাকতে দেখে। স্থানীয় বাসিন্দা মটন মুন্ডা বলেন, সকালে গরু নিয়ে নদী পার হওয়ার সময় দেখি এক মহিলার মৃতদেহ অল্প জলে পড়ে আছে।


কিভাবে ওই দেহ এলো তা বলতে পারবো না। নদীর জলে মহিলার মৃতদেহ দেখে এলাকার মানুষ ভীড় জমায়। খবর দেওয়া হয় নাগরাকাটা থানায়। এরপরই পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ এদিনই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।







Author: News Britant
Post Views: 119