

#মালবাজার: মালবাজার ব্লকের দক্ষিন ধুমসিগাড়া প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে স্কুলের ডামডাক রয়েছে ভালোই। ছাত্রছাত্রীদের সংখ্যা যথেষ্ট ভালো। এরমধ্যেও বড় সমস্যা এই স্কুলের মাঠ নিয়ে। বর্তমানে স্কুলের মাঠটি বড় বড় ডাম্পার এবং জেসিপি রাখার গ্যারেজে পরিনত হয়ে গেছে। তার ফলে স্কুলের মাঠটি নষ্ট হয়ে যাচ্ছে।


অপর দিকে এই ভাবে মাঠের মধ্যে ১২ থেকে ৬ চাকার বড় বড় ডাম্পার রাখার জন্য ছাত্রছাত্রীদের খেলা ধুলাও বন্ধ হয়ে গেছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছে স্কুল কতৃপক্ষ। এই মাঠের মধ্যে এই প্রাথমিক স্কুলের পাশাপাশি রয়েছে একটি আই সি ডি এস সেন্ডার এবং মিড ডে মিলের রান্নার ঘর সবাই সমস্যায় পড়েছে, এই ডাম্পারের, জেসিবি ও ট্রাক চালক ও মালিকদের দৌরাত্ম্যে।


স্কুলের মাঠে ডাম্পার এবং জেসিপি রাখার জন্য আই সি ডি এস সেন্টারই ঢেকে গেছে। আই সি ডি এস সেন্টারের কর্মী গীতা দত্ত বলেন, সেন্টার খোলা আছে কি বন্ধ আছে, তা গাড়ির জন্য বুঝতেই পারেনা। সেই কারনে সেই ভাবে ছাত্রছাত্রী স্কুলে আসছে না। খেলার জায়গা নেই। মাঠ এখন গাড়ি রাখার জায়গা হয়ে গেছে।


প্রাথমিক বিদ্যালয় এর রাধুনি রেখা পাল, গলেজা বেগম বলেন, এইসব গাড়ির জন্য পুরো মাঠটি কাদায় ভরে গেছে। আমাদের মিড ডে মিলের রান্নার জল আনতে এবং অন্যান্য কাজ করতে সমস্যা হচ্ছে। পাশাপাশি রাত হলেই স্কুল চত্তরে বসে নেশার আসোর। সকাল বেলায় এসে দেখি মিড ডে মিলের রান্না ঘরের বারান্দায় পড়ে আছে মদের বোতল গ্লাসসহ বিভিন্ন জিনিস।সেসব পরিস্কার করে কাজ করতে হয়। এইসব বন্ধ হওয়া দরকার।

দক্ষিন ধুমসিগাড়া প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রাধান শিক্ষক অরিন্দম দাস বলেন, বহু দিন যাবত আমরা সমস্যায় আছি। স্কুলের বাউন্ডারি না থাকার জন্য, বর্তমানে স্কুলের মাঠটি ডাম্পার মালিকের দখলে চলে গেছে। সব সময় মাঠে মধ্যে দাঁড়িয়ে থাকছে বড় বড় গাড়ি। যার ফলে মাঠের অভাবে ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারছে না। এব্যাপারে গাড়ি মালিকদের জানিও কোন লাভ হচ্ছে না।

অন্যদিকে সন্ধ্যার পর থেকে স্কুল চত্তরে বসছে গাড়ির চালক ও খালাসিদের নেশার আসোর। একটা শিক্ষা প্রতিষ্ঠানে, এইসব গাড়ি রাখা বন্ধ হওয়া দরকার। বড় বড় গাড়ি স্কুলের প্রবেশ পথে, মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য ছাত্র ছাত্রীরা ভীত। এব্যাপারে উর্ধতন কতৃপক্ষকে সব জানিয়েছি।
সবাইকে জানিয়ে কোন ফল হয় নি। স্থানীয় কয়েকজন জানান, বালিপাথরের কারবারি এসব ডাম্পার ও জেসিবি মালিকদের হাত অনেক লম্বা। এরা যথেচ্ছাচার করলেও কেউ কিছু করতে পারবে না।



Author: News Britant
Post Views: 253