#রায়গঞ্জ: গঙ্গাজল ছিটিয়ে, শঙ্খধ্বনী-উলুধ্বনী সহ ফুল ছিটিয়ে পঞ্চায়েত শুদ্ধিকরণের মাধ্যমে পঞ্চায়েতে প্রবেশ করল বিজেপি পরিচালিত পঞ্চায়েত বোর্ডের সদস্যরা।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কমলাবাড়ি-দুই গ্রাম পঞ্চায়েতে। ২০১৮ সালে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়। এর প্রায় আড়াই বছরের মাথায় এই পঞ্চায়েত দল বদলের কারনে তৃণমূলের দখলে যায়।
এবারের নির্বাচনে ফের বিজেপি এই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পায়। গত ১০ই আগষ্ট এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে নির্বাচনের সরকারি কাগজ খেয়ে ফেলার অভিযোগ ওঠে। তবে সব মিলিয়ে শাসক দলের বাধা অতিক্রম করে এই পঞ্চায়েতে বোর্ড গঠন করে ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করতেই এই পুজো পাঠ ও গঙ্গাজল দিয়ে শুদ্ধি করন বলে জানান বিজেপি নেতৃত্ব।

Author: News Britant
Post Views: 325