#রায়গঞ্জ: শনিবার নোবেল জয়ী এবং ভারতরত্ন মাদার টেরেসার জন্ম দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করলো রায়গঞ্জ পুরসভা। রায়গঞ্জ ক্যারিটাসের সম্মুখে মাদার টেরেসা (সন্ত টেরেসা) এর জন্ম দিবস উপলক্ষ্যে মাদার টেরেসার প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারনের মধ্যে দিয়ে এই দিনটি যথোচিত মর্যাদার সঙ্গে পালন করা হয়। সকলে মিলে একসঙ্গে শান্তিতে থাকার বার্তা ছড়িয়ে পড়ুক সমাজে এই আশা রাখেন সকলে।
রায়গঞ্জ ক্যারিটাসের সেক্রেটারি বেনেটিক টপ্পো বলেন, আজ আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারকে সঙ্গে নিয়ে মাদার টেরেসার ১১৪ তম জন্মদিবস পালন করলাম। মাদার যেমন মানবকল্যাণের জন্য কাজ করে গেছেন ও মানবকল্যাণে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদেরও তেমনই একে অপরের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।

Author: News Britant
Post Views: 199