হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু

#মালবাজার: আবারও ডুয়ার্সের চাবাগানের শ্রমিক মহল্লায় বুনো হাতির আক্রমণে মৃত্যু ঘটলো এক যুবকের। শুক্রবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মাল ব্লকের সাইলি চাবাগানের চেল লাইন শ্রমিক মহল্লায়। মৃতের নাম সুমিত টোপ্পো (৩১)। বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান বর্তমান। এই ঘটনায় ওই শ্রমিক মহল্লায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
মৃতের ভাগ্নে রাজেশ টোপ্পো জানান, আমাদের এই শ্রমিক মহল্লায় মাঝেমধ্যে বুনো হাতির উপদ্রব চলে। এই রকম ভাবে গতকাল রাত ১১টা নাগাদ ভুট্টাবাড়ির জঙ্গল থেকে এক বুনো হাতি শ্রমিক মহল্লায় হানা দিয়ে খাওয়ারে খোঁজে মামার বাড়িতে হানা দেয়। ঘর ভাঙা শুরু করে। হাতি এসেছে বুঝতে পেরে মামা স্ত্রী ও সন্তানদের অন্য বাড়িতে স্থানান্তর করতে শুরু করে।
স্ত্রী ও সন্তানদের অন্য শ্রমিকের বাড়িতে পৌঁছে দিতে পারলেও নিজে টর্চের আলোয় হাতির সামনে পড়ে যায়। হাতি তাকে আক্রমণ করে মারাত্মক ভাবে জখম করে। এরপর বস্তির সবাই চিৎকার করে হাতি তাড়াতে শুরু করে। হাতি চলে গেলে আমরা দ্রুত একটা গাড়ি জোগাড় করে মামাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাই।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি স্থানান্তর করে। রাতেই তাকে নিয়ে জলপাইগুড়ি রওনা হই। কিন্তু, রাস্তায় তার মৃত্যু হয়। আবার ঘুরিয়ে মাল হাসপাতালে নিয়ে আসি”। পুলিশ সুত্রে জানাগেছে, মৃতদেহ শনিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বনদপ্তর সুত্রে জানাগেছে, সরকারি নিয়ম মতো মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা