ছাত্রী হত্যার প্রতিবাদে দোষী ব্যাক্তির শাস্তির দাবিতে বাগরাকোটে মিছিল

#মালবাজার: সম্প্রতি শিলিগুড়ির মাটিগাড়ায় এক ছাত্রীর নির্মম হত্যার বিরুদ্ধে শুক্রবার বিকালে  ভানুভক্ত সমাজ চন্দকলোনি বাগরাকোটের পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারী শত শত মানুষ অভিযুক্ত মহ: আব্বাসের আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে স্লোগান দেয়।
র‌্যালিটি মাল ব্লকের চান্দা কলোনি থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত গ্রামের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে। এ ঘটনায় বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভানুভক্ত সমাজ চন্দ কলোনির উপদেষ্টা সমীর ছেত্রী জানান, হত্যাকারীর কঠোর শাস্তির দাবি সামনে রেখে এই প্রতিবাদ জানানো হয়েছে।
নিহত ছাত্রীর প্রতিকৃতিতে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আত্মার শান্তি কামনায় দুই মিনিট নীরবতা পালন করা হয়। আমাদের দাবি, নিহতের পরিবার যেন দ্রুত বিচার পায়। একটি সভ্য সমাজে এমন জঘন্য অপরাধের স্থান হতে পারে না।আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই বলে দাবি এলাকার মানুষের।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা