#রায়গঞ্জ: রাখি বন্ধন উৎসবের এখনো দিন তিনেক বাকি তবুও রাখির আনন্দে মেতে উঠলো, রায়গঞ্জের অনাথ শিশুরা। প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই প্রাক রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল রবিবার বেলা এগারোটায় দেবীনগরে অবস্থিত রায়গঞ্জ চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটিতে। এদিন অনাথ আশ্রমটির প্রায় ৫০ থেকে ৬০ জন শিশুর হাতে রাখি পরিয়ে দেন সংগঠনের সদস্য সদস্যরা।
সেইসঙ্গে মিষ্টি মুখও করানো হয় শিশুদের। এই সংগঠনের পক্ষ থেকে এবছরই প্রথম এধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠনের প্রধান ব্রহ্মাকুমারী দিপালী বলেন, হিংসা হানাহানিতে উন্মত্ত পৃথিবীতে রাখি বন্ধনের মতো উৎসব শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা বয়ে আনুক।

Author: News Britant
Post Views: 139