#রায়গঞ্জ: বিদ্যুৎ দপ্তরের কর্মী দিন কাটান আঁধারে, শুনতে কিছুটা অবাক লাগলেও এই বাস্তব ঘটনাই নজরে এলো রায়গঞ্জ ব্লকের ১০ নং মাড়াইকুরা গ্রাম পঞ্চায়েতের শহর লাগোয়া গ্রাম কসবায়। এই গ্রামেই বাস মন্ডল দম্পতির। গৃহকর্তা শংকর মন্ডল গ্যারেজে কাজ করেন, স্ত্রী দুলালী মন্ডল বিদ্যুৎ বিভাগের কন্ট্রাক্টচুয়াল কর্মী। তবে সেই বাড়িতে আজ পর্যন্ত পৌঁছায়নি বিদ্যুৎ সংযোগ।
দিনে রাতে মোমবাতি ভরসা।বাড়িটি জন বসতি এলাকার থেকে কিছুটা দূরে, ঘন জঙ্গলে পরিপূর্ণ এলাকায়। পোকা-মাকড়, সাপ-খোপের ভয় তো রয়েছেই, পাশাপাশি আছে বিদ্যুৎ না থাকার যন্ত্রণা। জায়গা জমি সংক্রান্ত সমস্যার কারণে বহু চেষ্টাতেও মেলেনি বিদ্যুৎ সংযোগ। প্রবল গরমে শারীরিক অসুস্থতাকে অগ্রাহ্য করে একপ্রকার বাধ্য হয়ে থাকতে হচ্ছে তাদের।
শুধু তাই নয় তারা অভিযোগ করেন, ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতি সার হয়ে দাঁড়ায় ,ফলে সব রকম সরকারি সাহায্য থেকে বঞ্চিত তারা। প্রতিবেশী বিকাশ মণ্ডল জানান, একটি পরিবার এইভাবে সব রকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এটা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার। নবনির্বাচিত ১০নং মাড়াইকুরা গ্রাম পঞ্চায়েত প্রধান তৃষা প্রামাণিক জানান এই ঘটনায় তিনি মর্মাহত এবং দ্রুত সমস্যা দূর করবেন বলেও আশ্বস্ত করেন।
