লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও ব্লাডসুগার পরীক্ষা শিবির ওষুধ ও চশমা প্রদান

#মালবাজার: রবিবার লায়ন্স ক্লাব অফ মাল টাউনের উদ্যোগে স্থানীয় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে  লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি নেত্রালয়ের  বিশেষজ্ঞ ডাক্তাররা চোখের নানান সমস্যা ও ছানী পরীক্ষা করেন। পাশাপাশি ব্লাড সুগার পরীক্ষা  করা হয়। পরীক্ষার পর রোগীদের বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
এদিন সকাল ১১টা নাগাদ এই শিবির শুরু হয়। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি নেত্রালয়ের ম্যানেজার সুস্মিতা চক্রবর্তী, মেটেলি আইটিআই কলেজের অধ্যক্ষ মহ:ইরফান, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশীষ রায়,লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ অশোক লেপচা,  প্রমুখ।
এদিন বিকাল ৩ টা পর্যন্ত এই শিবির চলে। লায়ন্স ক্লাব অফ মাল টাউনের কর্মকর্তা বিশ্বনাথ পোদ্দার জানান, এদিন ৮৬ জনের চোখের নানান সমস্যা ডাক্তাররা পরীক্ষা করেন। এদের মধ্যে ৬ জনের ছানী ধরা পড়ায় তাদের পরবর্তীতে শিলিগুড়ি নেত্রালয়ে অপারেশন করা হবে। ডাক্তারদের পরামর্শ মতো অন্যান্য রোগী দের প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা