#রায়গঞ্জ: রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষক কালীপদ সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত হল সোমবার বেলা একটায় বিদ্যালয়ের সভাকক্ষে। প্রসঙ্গত স্বর্গীয় কালিপদ সরকার গত ৭ই আগস্ট, ২০২৩ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার জীবন দর্শন ও কর্মপ্রয়াসের ওপর আলোকপাত এর মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনেরা।
সমবেত সংগীত এবং প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক বলেন কালিপদ বাবুর নিরলস কর্মপ্রয়াসে উজ্জীবিত হয়ে আরও উন্নততর লক্ষ্যে পৌঁছানোই হবে ওঁনার প্রতি আসল শ্রদ্ধা নিবেদন।

Author: News Britant
Post Views: 343