প্রবল বর্ষনে বিপর্যস্ত মাল এলাকার জনজীবন

#মালবাজার: রবিবার রাতের প্রবল বর্ষনে বিপর্যস্ত ডুয়ার্সের মাল এলাকার জনজীবন। সোমবার সকালের পর বৃষ্টি ধরলেও আকাশে ঘন মেঘ রয়ে গেছে। এতেই বন্যার আশংকা করছেন অনেকে। গত কয়েকদিন ধরেই ডুয়ার্স জুড়ে বৃষ্টি চলছিল। ফুলেফেঁপে উঠেছিল লিস, ঘিস, চেল, মাল, জলঢাকা নদী। রবিবার দিনের বেলা খানিকটা টানা দিলেও সন্ধ্যা নাগাদ আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে।
অবিরত ধারায় প্রবল বর্ষন চলতে থাকে। প্রবল বর্ষনের জেরে বিভিন্ন নদী দিয়ে বইতে থাকে জল। মালবাজার শহর সংলগ্ন গুরজংঝোড়া নদীর জল জাতীয় সরকের সেতু ছুঁয়ে বইতে শুরু করে। আতংক দেখা দেয় শহরের আদর্শ কলোনি, রামকৃষ্ণ কলোনি সহ নদী সংলগ্ন এলাকায়। শহরের ৫ও৭ নম্বর ওয়ার্ডের মাঝে রেলের আন্ডারপাসে জল জমে যায়। রাতের বেলা অনেকে ঘুরে যাতায়াত করে।
শহরের ১১,১২,১৩নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়িতে জল জমে যায়। নিউমাল রেলস্টেশন সংলগ্ন নিদাম চাবাগানের শুখা ঝোড়ার প্রবল জলস্রোতে সেতু সংলগ্ন মাটি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সেতুটি দুই বছর  আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। রবিবারের জলস্রোতে আরও খানিকটা নিচে বসে যায়। এতেই বাইরের সঙ্গে নিদাম চাবাগানের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষুব্ধ চা শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায়। ওদলাবাড়ির ঘিস নদীর পাশে রমতি ঝোড়ার জল জাতীয় সরকের উপর দিয়ে বইতে শুরু করে।
বানারহাট রেলস্টেশন সংলগ্ন এলাকায় লাইনের উপর জল জমে যায়।ওই এলাকায় রেললাইনের নিচের মাটি ধসে যায়। এরফলে রেল চলাচল স্থগিত হয়। সোমবার সকালের পর মেরামতের পর রেল চলাচল শুরু হয়। প্রবল বর্ষনের জেরে মাল, মেটেলি, নাগরাকাটা ব্লকের বেশ কিছু চাবাগান ও গ্রামাঞ্চলে জল জমে যায়। যাতায়াতের রাস্তার ক্ষতি হয়।
সামগ্রিক ভাবে ডুয়ার্সের মাল মহকুমা এলাকায় প্রবল বর্ষনের জেরে জনজীবনে প্রভাব পড়ে ক্ষয় ক্ষতির পরিসংখ্যান চলছে।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা