

#মালবাজার: ওদলাবাড়ি থেকেগজালডোবা, তিস্তা ব্যারেজ হয়ে শিলিগুড়ি অভিমুখে চলে গেছে রাজ্য সড়ক। ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ি ও জলপাইগুড়ি যাওয়ার বিকল্প সড়ক পথও এই রাজ্য সড়ক। গজালডোবা এলাকার কয়েক হাজার মানুষ এই সরক পথে ওদলাবাড়ি, শিলিগুড়ি ও জলপাইগুড়ির সঙ্গে যোগাযোগ রাখে। গজালডোবা সংলগ্ন এলাকায় এই রাস্তার ১২ কিমি পথ এতটাই বেহাল হয়ে পড়েছে যে মানুষ থেকে স্কুল পড়ুয়াদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।


বাধ্য হয়ে সোমবার পথ অবরোধে সামিল হলো সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়ারা। ওদলাবাড়ি ধুমসিগাড়া থেকে গজলডোবা ১০ নাম্বার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা এবং গজালডোবা ১০ নাম্বার থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত ২কিলোমিটার রাস্তার হাল এতটাই খারাপ যে, হাটা পথে চলাও দুস্কর। রাস্তার হাল এতটাই খারাপ যে, মাঝে মধ্যেই দুর্ঘটনা লেগেই রয়েছে। তারঘেরা রেঞ্জের গজলডোবা বিটের জঙ্গলের মধ্যে দিয়ে গেছে এই রাস্তা।


আর জঙ্গল এলাকায় রাস্তাও ভেঙ্গে চুরমার। তাই এই রাস্তা দিতে যেতে ভয় পাচ্ছে সাধারন মানুষ। কারন জঙ্গল এলাকায় হাতির ভয় এবং অন্যদিকে গাড়ি দুর্ঘটনা ঘটনার সম্ভাবনাও রয়েছে। আন্দোলন কারি গোবিন্দ মন্ডল, রঞ্জন বিশ্বাস বলে, সভ্য সমাজে এরকম রাস্তা যে, হয় তা তাদের জানা নেই। মাল ব্লকের গজলডোবার ১০ নাম্বার বাজারে রাজ্য সড়কে সকাল ৯ টা থেকে শুরু হয় অবরোধ।


অবরোধে সামিল হয়েছিলো স্কুল ছাত্রছাত্রী, কৃষক, গাড়ির মালিক এবং স্থানিয় মানুষজন। দুপুর ২টা পর্যন্ত চলে অবরোধ। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ কারীরা পথ অবরোধ তুলে নেয়।





Author: News Britant
Post Views: 165