#রায়গঞ্জ: শিল্পকলায় বিশেষত চিত্রশিল্পে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এক বিশেষ স্থান অধিকার করে আছে। নন্দলাল বসু, যামিনী রায় এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও চিত্রকলায় বাংলার নাম উজ্জ্বল করেছেন। এর সাথে রয়েছে বাংলার বিখ্যাত পটচিত্র, মুখোশচিত্র প্রভৃতি। বাঙালির গর্ব এই চিত্রকলাকেই সৌন্দর্যায়নের এক অভিনব উপায় হিসেবে বেছে নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক দপ্তর কর্ণজোড়ার অফিস পাড়া ক্রমেই সেজে উঠছে বাংলার মনোরম চিত্রকলায়।
অফিস পাড়ার দেওয়ালগুলিতে বাংলার সাহিত্য, লোকশিল্প, ও আমাদের জেলার বিভিন্ন সাংস্কৃতিক বিষয়কে চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলছেন একদল চিত্রকর। তারা কেউ বা মালদার কেউ বা বাঁকুড়া, আবার কেউ আমাদের জেলার চিত্রশিল্পী। এই কাজের দায়িত্বপ্রাপ্ত চিত্রশিল্পী প্রশান্ত মন্ডল জানালেন, এ ধরনের কাজ করতে পেরে তারা সৃষ্টি সুখের আনন্দে মাতোয়ারা।
বিগত কুড়ি পঁচিশ দিন ধরে ১০-১২ জন চিত্রশিল্পী রোজ একটু একটু করে ফুটিয়ে তুলছেন নানান দেওয়াল চিত্র। আর পথ চলতি মানুষজন চোখে বিষ্ময় নিয়ে এই সৃষ্টির স্বাদ উপভোগ করছে। রায়গঞ্জের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত সংস্কৃতিপ্রবণ মহকুমা শাসক কিংশুক মাইতি জানালেন, এই সৌন্দর্যায়ন কর্মসূচির মাধ্যমে পথচলতি সাধারণ মানুষের কাছে সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।
