

#মালবাজার: সাতসকালে চিতাবাঘের মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে আইবিল চা বাগানের ৫ নম্বর সেকশন থেকে পূর্ণবয়স্ক লেপার্ড এর মৃত দেহ দেখতে পান বাগানের শ্রমিক। ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের খুনীয়া রেঞ্জের অন্তর্গত আইবিল চা বাগানের পাঁচ নম্বর সেকশনে। সাতসকালে চিতা বাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।


জানা গেছে শ্রমিকরা এ দিন সকালে কাজে যোগ দিতে গেলে আইবিল চা বাগানের ৫ নম্বর সেকশনে নালার মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন এরপরেই খবর দেওয়া হয় চা বাগানের ম্যানেজারকে পরবর্তীতে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের খবর দেওয়া হলে তারা দ্রুত দেহটি উদ্ধার করে নিয়ে যান।


তবে কি কারনে লেপার্ড এর মৃত্যু তা নিয়ে কিন্তু এখনো সঠিক উত্তর পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ বলে জানিয়েছেন বন কর্মীরা।







Author: News Britant
Post Views: 198