রাখি উৎসবের রাখি বানিয়ে দৃষ্টান্ত গড়ল খুদে পড়ুয়ারা

#রায়গঞ্জঃ বিগত এক মাস ধরে সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলিতে পালিত হল পঠন উৎসব। এবার পঠন উৎসবে ব্যবহৃত বিভিন্ন রঙিন কাগজ, আর্ট পেপারের টুকরো, টুকরো বর্জিত কাগজ, ব্যবহৃত বিভিন্ন রঙিন স্কেচ পেন দিয়ে ছাত্র ছাত্রীদের হাতে কলমে “রাখী তৈরীর” তালিম দিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের পার্বতীদেবী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকারা।

রাখী উপলক্ষে আগামীকাল সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলি ছুটি। তাই আগামী বৃহস্পতিবার সকালে পার্বতীদেবী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে রাখী বন্ধন অনুষ্ঠান পালিত হবে বিদ্যালয় প্রাঙ্গনে। ছাত্র- ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকাদের জন্য তাই রাখী তৈরীর হাতে কলমে শিক্ষা দিল শিক্ষিকা নন্দীতা দাস, মধুমিতা সরকার , শিক্ষক জয়নারায়ন বর্মন প্রমুখ।

রাখী তৈরীর শিক্ষা পেয়ে আজ বেজায় খুশি তৃষা, ঈতি, বর্ণালী, আনামিকা, অঙ্কিতা, সোহম, ধরীত্রি, অনুলিনা প্রমূখ কচিকাঁচারা। স্কুলের প্রধান শিক্ষক অরূপ ঘোষ বলেন, এদিন রাখী বানানো নিয়ে পড়ুয়াদের উৎসাহ ও আনন্দ ছিল চোখে পরার মত।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা