বেআইনিভাবে উপাচার্য নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

#রায়গঞ্জ: উচ্চ আদালতের নির্দেশকে অমান্য করে, রাজ্য সরকারের সাথে কোনো রকম আলোচনা না করে সম্পূর্ণ বেআইনি ভাবে উপাচার্য নিয়োগের অভিযোগ তুলে ও আন্দোলনে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বর। মঙ্গলবার বেলা দুটায় সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির পক্ষ থেকে উপাচার্যের ঘরের সামনে এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয় সংগঠনের সদস্যরা।

তারা প্রধান দাবি তোলে বেআইনিভাবে রাজ্যপাল কর্তৃক উপাচার্য নিযুক্ত হয়েছেন দীপক কুমার রায় এবং উপাচার্য নিযুক্ত হওয়ার পরেও তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গেলে তাতে কর্ণপাত করেননি উপাচার্য। এই প্রসঙ্গে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যপাল রাজ্যসরকারের শিক্ষদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে উপাচার্য নিয়োগ করবেন।

সেই আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা বিজেপির রাজ্য সভাপতি সি ভি আনন্দ বোস এখানে উপাচার্য নয় বিজেপির জেলা সভাপতি নিয়োগ করেছেন। উপাচার্যের সাথে একটি বিষয় নিয়ে দেখা করতে গেলে তিনি কর্ণপাত করেন নি, বা পরেও ডেকে পাঠান নি। যতদিন না উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমোদন আসছে, উপাচার্য নিজে বিজেপির হয়ে কাজ না করে ন্যায়সঙ্গত আচরণ করছেন, ততদিন এই বিক্ষোভ আন্দোলন চলবে বলে জানান তিনি।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা