যথাযথ মর্যাদায় বিদ্রোহী কবির প্রয়াণ দিবস পালন রায়গঞ্জে

#রায়গঞ্জ: মঙ্গলবার যথাযথ মর্যাদার সঙ্গে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত হল। রায়গঞ্জের বিবেকানন্দ মার্কেটের সামনে কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে মিলিত হয়ে অনুষ্ঠানটি পালন করা হয় পৌরসভার তরফে। বিদ্রোহী কবির মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন ও স্মৃতি চারণ এর মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন, চৈতালি ঘোষ সাহা, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্য কোঅর্ডিনেটরগন। এর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত হল কর্ণজোড়ায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে রাজ্যের সবগুলো জেলায় একযোগে পালিত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস।

তারই অঙ্গ হিসেবে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সভাকক্ষে বিকেল তিনটেয় আয়োজিত হয় বিদ্রোহী কবির স্মরণ অনুষ্ঠানটি। কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি পার্শ্ববর্তী বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীরা সমবেত হয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মনোজ্ঞ করে তোলে অনুষ্ঠানটিকে। কবির ৪৮তম প্রয়াণ বার্ষিকীতেও তিনি একই রকম প্রাসঙ্গিক বলে জানান কর্ণজোড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুনীল চন্দ্র বর্মন।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা