#চোপড়াঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর দিনাজপুর জেলা কমিটি ও উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে আজ চোপড়া অবস্থিত উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রাকৃতিক কৃষি বিষয়ক একটি সারাদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় জেলার সবকটি ব্লক থেকে মোট ৫৫ জন কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রাসায়নিক সার ও ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে সহজপ্রাপ্য প্রাকৃতিক উপাদান দিয়ে সার ও কীটনাশক তৈরি করা এবং জীববৈচিত্র্য ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষিকাজ সম্পর্কে আলোচনা করেন উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্যতম কৃষি বিজ্ঞানী ডঃ ধনঞ্জয় মন্ডল। হাতে কলমে দেখানো হয় সার, কীটনাশক তৈরি করা এবং প্রাকৃতিক কৃষির অন্যান্য খুঁটিনাটি।
মাটি ও পরিবেশের সুস্থিত অবস্থা রক্ষার পাশাপাশি কম খরচে উপযুক্ত ফসল উৎপাদনের জন্য প্রাকৃতিক কৃষি খুবই কার্যকর বলে জানান উপস্থিত বিশেষজ্ঞরা। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিষয়ক নির্দেশক ডঃ প্রভাত কুমার পাল, চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক পার্থ প্রতিম ভদ্র, কৃষি উপসমিতির আহ্বায়ক যোগেশ বর্মণ সহ বিজ্ঞানকর্মী এবং উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মী ও আধিকারিকরা।
